ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, রাত ১২:৫৭
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ইউপি সদস্যের গলায় ছুড়ির আঘাত থানায় মামলা-আসামী গ্রেপ্তার


বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম মন্টু (৫৪) কে মারধর করে গলায় ছুড়ির আঘাত করে আহত করার অভিযোগে বানারীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহতের ছেলে মো. সাব্বির (২৮) বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর বানারীপাড়া থানায় ২ জনকে নামিয় ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন।

মামলায় একই ওয়ার্ডের মলুহার গ্রামের আঃ সালামের ছেলে মো.নাইম (২১) ও মহসিন সুতারের ছেলে ইমাম সুতার (২৪) কে আসামী করা হয়েছে। মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

জানাগেছে, গত ১৭ সেপ্টেম্বর রাত অনুমান সাড়ে ১১টার দিকে মরিচবুনিয়া বাজার থেকে ফেরার পথে মলুহার মন্টুর চায়ের দোকানের উত্তর পাশের পাকা রাস্তার ওপরে ইউপি সদস্য মন্টুর পথরোধ করে আসামীরা। এ সময় ২নং আসামীর হুকুমে সকল আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে ইউপি সদস্যকে মারধর করে।

মারধরের মধ্যেই ১নং আসামী নাইম তার হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে মন্টু মেম্বরের গলায় আঘাত করে। এতে তার গলায় রক্তাক্ত কাটা জখমের সৃস্টি হয়। এরপরেও মারধর করে আসামীরা মন্টু মেম্বরের পকেট থেকে নগদ ১০ হাজার ৫ শত ৫০ টাকা নিয়ে যায়।

আহতের ডাকচিৎকারে এ সময় এলাকাবাসি এগিয়ে আসলে আসামীরা আহতকে ভবিষ্যতে খুন-জখমের হুমকি দিয়ে স্টকে পরে। আহতের অবস্থা খারাপ হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে।

এদিকে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ১নং আসামী নাইমকে বানারীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেন।

আসামীকে ২৫ সেপ্টেম্বর সকালে বরিশাল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান, বানারীপাড়া থানার ইন্সপেক্টর তদন্ত মো. মমিন উদ্দিন। তিনি আরও জানান, বাকি আসামীদোর গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

সব খবর