খুলনা জেলার তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে ২৫ শে সেপ্টেম্বর ~ ২০২৪ মঙ্গলবার সকাল ১১ টার দিকে বৈষম্য দূরীকরণ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ ,
জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা , উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা , আটলিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম , প্রধান শিক্ষক অনাদী মজুমদার , প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক , ইখড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান , প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) নাজিবুল ইসলাম মাসুম , সহকারী প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলী , সিনিয়র শিক্ষক শরীফ নাঈমুল হক , সুপার মাওলানা এ কে এম নুরুল আমিন , সুপার মাওলানা আলী আকবর , সুপার মাওলানা লিয়াকত আলী সহ আরো অনেকে ।
পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।