ঢাকা, মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ৮:৩১
বাংলা বাংলা English English
শিরোনাম:
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ জন, আহত ১০ জনেরও পরিচয় চলছে ডেঙ্গুতে মৃত্যু ৫ জন, হাসপাতালে ভর্তি ৯২৭ জন  দেশের ১৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর সতর্ক ইসলামী আন্দোলনের আহ্বান: স্বৈরাচারকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন প্রকাশ ৩ অক্টোবর ২০২৪: আজকের নামাজের সময়সূচি সুইডেন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন বন্দরে ৩ নম্বর সতর্কতা, রাতেই ঝড়ের পূর্বাভাস যেসব অঞ্চলে

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ জন, আহত ১০ জনেরও পরিচয় চলছে ডেঙ্গুতে মৃত্যু ৫ জন, হাসপাতালে ভর্তি ৯২৭ জন  দেশের ১৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর সতর্ক ইসলামী আন্দোলনের আহ্বান: স্বৈরাচারকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন প্রকাশ ৩ অক্টোবর ২০২৪: আজকের নামাজের সময়সূচি সুইডেন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন বন্দরে ৩ নম্বর সতর্কতা, রাতেই ঝড়ের পূর্বাভাস যেসব অঞ্চলে
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে মৃতব্যক্তি ও প্রবাসীদের নামে জেলেদের কার্ড করে লুটপাটঃ প্রকৃত জেলেরা বঞ্চিত


বংশ পরম্পরায় জেলে, মাছ শিকার ছাড়া যাদের বাঁচার কোনো উপায় নেই, সেই অধিকাংশ প্রকৃত জেলেরাই সরকারি তালিকায় নিবন্ধিত হতে পারেননি। নিবন্ধন না থাকায় কোনো খাদ্য সহায়তাও তারা পাননি।
পিরোজপুরের কাউখালী উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের তালিকা দেখে হতবাক। উপজেলার নিবন্ধিত জেলেদের তালিকায় রয়েছে অর্ধ শতাধিক মৃত ব্যক্তি ও প্রবাসীদের নাম। এছাড়া কখনো মাছ শিকার করেননি কিংবা যাননি কখনো নদীপাড়ে। প্রধান পেশা ব্যবসা, বাণিজ্য বা কৃষি। কিন্ত তারা নিবন্ধিত জেলে। আছে জেলে কার্ড। কার্ডের কারণে প্রতি বছর জেলে হিসেবে পান খাদ্য সহায়তা। চাল বিতরণের দিন লাইনেও দাঁড়াতে হয় না। অন্য লোকের মাধ্যমে চাল চলে যায় বাড়িতে। খাদ্য সহায়তার নাম তালিকায় সবার আগে থাকে তাদের নাম। আর মৃত্যু ব্যক্তি ও প্রবাসীদের বরাদ্দকৃত খাদ্য সহায়তা স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার কিছু চিহ্নিত মৎস্য দালালরা আত্মসাৎ করে। মৃত ব্যক্তির পরিবার ও প্রবাসীরা তারা জানেও না যে তাদের নামে জেলে কার্ড রয়েছে।
জেলেরা অভিযোগ করেন, নিবন্ধন না থাকায় কোনো খাদ্য সহায়তাও তারা পাননি। আবার কার্ডধারী হলেও টাকা না দিতে পারলে তাদের নাম তালিকায় থাকে না। ফলে পেটের দায়ে মাছ ধরার নিষিদ্ধ সময়ে নদীতে নেমে আটক কিংবা নির্যাতনের শিকার হন। হারিয়ে ফেলেন জাল ও নৌকা। গত ১২ বছর ধরে এমনটাই চলছে।
উপকূলীয় জেলা পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন জেলে পাড়ায় ঘুরে স্থানীয় জেলেদের সাথে কথা বললে তারা জানায় এমন তথ্য। জেলেরা জানায়, বিগত সরকারের সমর্থিত ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও স্বচ্ছল ব্যক্তিরা জেলে কার্ডধারী। মৃত কিংবা পেশা পরিবর্তনকারীরাও জেলে। কিন্তু প্রকৃত ও নতুন জেলেরা তালিকায় নেই। জেলেদের তথ্য মতে তালিকায় প্রায় শতাধিক ভুয়া জেলে রয়েছে, আবার বহু প্রকৃত জেলেও বাদ পড়েছেন। কাউখালী মৎস্য অফিস দাবি করেছে, ২০১২ সালের তালিকা তৈরির পর ২০২০ সাল থেকে প্রতিবছর হালনাগাদ করে কিছু ভুয়া ও অন্যপেশার লোককে জেলে তালিকা থেকে বাদ দিয়ে নতুন জেলেদের নাম যুক্ত করা হয়।
উপজেলায় সর্বমোট ২ হাজার ২৭৫ জন নিবন্ধিত জেলেদের কার্ড রয়েছে। এর ভিতরে সয়না রঘুনাথপুর ইউনিয়নে ৫১১ জন, আমরাজড়ী ইউনিয়নে ৪২৮জন, সদর ইউনিয়নে ২১১জন, চিড়াপাড়া পারসাতুরিয়া ৬৪৫ জন ও শিয়ালকাটি ইউনিয়নে ৪৮০ জন নিবন্ধিত জেলে রয়েছে।
সরেজমিনে গিয়ে, চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের কেশরতা বিজয়নগর ৯ নং ওয়ার্ডের ৮৫ জন নিবন্ধিত জেলেদের তালিকা পর্যালোচনা করে দেখা যায়। এই তালিকায় পাঁচজন রয়েছে মৃত ব্যক্তির নাম। মৃত ব্যক্তিরা হলেন মোঃ জাকির হোসেন ক্রমিক নং ১৩০, আব্দুল আউয়াল হাওলাদার ক্রমিক নং ১৩৭, আলমগীর হোসেন হাওলাদার ক্রমিক নং ১৪১, মোঃ আবুল কালাম ক্রমিক নং ৩৫৯, মোঃ খালেক মোল্লা ক্রমিক নং ৩৯২।
মৃত আব্দুল আউয়াল হাওলাদার এর ছেলে মিজান হাওলাদার জানান, তার বাবার নামে যে জেলে কার্ড রয়েছে তা তিনি জানতেন না। কিন্তু তার নামে বরাদ্দকৃত খাদ্য সহায়তা এতদিন আত্মসাৎ করে আসছে।
এছাড়া যারা বিদেশে রয়েছেন এরকম রয়েছেন সাত জন রনজিত মৃধা ক্রমিক নং ১৪২ বর্তমানে ভারতে অবস্থান করছেন, মোঃ মনির হাওলাদার ৩৬৫ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। এছাড়া একই ব্যক্তির একাধিক স্থানে তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বরাদ্দকৃত সরকারি সহায়তা দীর্ঘদিন ধরে আত্মসাৎ করা হয়েছে।
মোঃ চুন্নু জোমাদ্দার যার এক জায়গায় ক্রমিক নং ৩৫৭ অন্য জায়গায় ক্রমিক নং ৪১২, মোঃ বেলায়েত হোসেন এক স্থানে কমিক নং ৩৫৮ অন্যস্থানে ক্রমিক নং ৩৯৭।
বিজয়নগর গ্রামের জেলে খলিলুর রহমান যা ক্রমিক নং ৪০৩ তিনি জানান, কেশরতা বিজয়নগর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিজুল হক
এসব ভূয়া নিবন্ধিত জেলেদের নামের বরাদ্দকৃত খাদ্য সহায়তা ভুয়া মাস্টাররোল দেখিয়ে আত্মসাৎ করে আসছে বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ আজিজুল হক জানান, একই পরিবারের পাঁচজনের নামে জেলে কার্ড থাকায় ও অন্য পেশার থাকায় সবাইকে চাল দেয়া সম্ভব হয়নি। এবং মৃত ব্যক্তির নামে চাল তুলে নেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মাছ ধরার নিষেধাজ্ঞার সময় প্রতিটি জেলে ৬০ দিনের জন্য ৫৬ কেজি এবং ৩০ দিনের জন্য ৪০ কেজি চাল পেয়ে থাকেন।
চিরাপাড়া-পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, মৎস্যজীবীদের এই তালিকা প্রায় ১২ বছর আগের করা তাই অনেকে আছে যাদের জেলে কার্ড রয়েছে কিন্তু তারা স্থানে থাকে না যখন চাল দেয়া হয় তখন তাদের পরিবারের লোকজন জেলে কার্ড নিয়ে আসলে আমরা কার্ড দেখে খাদ্য সহায়তা প্রদান করে থাকি। বর্তমানে তালিকা হালনাগাদ এর কাজ চলছে।
কাউখালী উপজেলার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জিয়া জানান, প্রতিবছর যাছাই-বাছাইয়ের সময় সঠিকভাবে যাছাই-বাছাই করা হয় না।
মোঃ নান্না মোল্লা নামের এক জেলে জানায়, ভুয়া জেলেদের কারণে খাদ্য সহায়তা বিতরণের সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ে কিছু জনপ্রতিনিধি ও মৎস দালাল।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, তালিকাটি অনেক আগের থাকায় প্রকৃত জেলেদের বাছাই করতে গেলে প্রতিটি স্থানে কিছু সমস্যা রয়েছে। বর্তমানে জেলেদের তালিকা একটি চলমান প্রক্রিয়া ।প্রতিটি ইউনিয়নে হালনাগাদের কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, মৃত ব্যক্তি ও অন্যান্য পেশায় জেলে কার্ড থাকার অভিযোগ পেয়েছি। এ কারণে উপজেলার প্রতিটি ইউনিয়নে সরেজমিনে গিয়ে তালিকা হালনাগাদের কাজ শুরু করেছি।

সব খবর