পিরোজপুরের কাউখালীতে এলাকার জনগণ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরে সোপর্দ করলেন পুলিশের কাছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্দাকান্দা গ্রামের খালের পাশে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ধাবড়ী গ্রামের মৃত্যু বারেক হাওলাদারের ছেলে আলমগীর হোসেন (৩৪), এলাকার জামাই বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধলনগর গ্রামের সুকুমার মজুমদারের ছেলে তাপস মজুমদার তুষার (৪০) ও তাদের সহযোগী উপজেলার ধাবড়ী গ্রামের মোকলেসুর রহমানের ছেলে রেন্ট এ কার চালক বিল্লাল হোসেনকে (৩২)কে স্থানীয় জনগণ প্রায় আধা কেজি গাঁজাসহ আটক করে কাউখালী থানায় খবর দিলে তাৎক্ষণিক এসআই জয়নাল মোল্লা ঘটনা স্থল থেকে গাঁজাসহ ওই তিন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কাউখালী থানার নিয়ে আসে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কাউখালী উপজেলা সহ বিভিন্ন এলাকার মাদকের ব্যবসা করে করে। একাধিকবার এদের গ্রেফতার করা হলেও কোট থেকে জামিন নিয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন। মাদকের ছড়াছড়িতে এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইন চার্জ ওসি হুমায়ুন কবির জানান, এদের বিরুদ্ধে মাদককে মামলা হয়েছে। কাউখালী থানা সহ আদালতে আলমগীর হোসেন ও তাপস মজুমদার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।