চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আমিনুল ইসলাম যেন টাকার মেশিন। দুর্নীতি আর স্বেচ্ছাচারিতাই যেন তার মূল কাজ। আর এসব করেই তিনি হয়েছেন বিশাল বিত্ত বৈভবের মালিক। ফলে চট্টগ্রাম বন্দরের চাকরিটা তার কাছে যেন টাকার মেশিন, এমনটাই মনে করছেন অপরাধ বিশ্লেষকরা।
অভিযোগে জানা যায়, প্রকৌশলী আমিনুল ইসলামের গ্রামের বাড়ি লালমনিরহাট। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক।প্রকৌশলী আমিনুল ও তার পরিবারের সকলেই আওয়ামী লীগের সমর্থক। দুর্নীতির টাকায় গ্রামের বাড়িতে গরেছেন অঢেল সম্পদের পাহাড়। ছেলেদের লেখাপড়া করান বিদেশে। গত ২৯ নভেম্ব ২০২১ সালে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগে এই প্রকৌশলী আমিনুল ইসলাম সাময়িক বরখাস্ত হবার পরও অদৃশ্য কারণে কর্মস্থলে বহাল রয়েছে তিনি। বিস্তিরিত আসছে ………।