ঢাকা, শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি, রাত ১:২৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর গোস্তহাটির মোরে মোল্লা মেডিসিন ষ্টোর ঔষধের দোকানে এক সাংবাদিক লান্ঞ্চিত


নওগাঁয় গোস্তহাটির মোরে মোল্লা মেডিসিন ষ্টোর ঔষধের দোকানে এক সাংবাদিক লান্ঞ্চিত হবার ঘটনা ঘটেছে।

ভূক্তভোগী সাংবাদিক মোঃ সাইফুল ওয়াদুদ নাগরিক সংবাদ ও উজ্জল বাংলাদেশ পত্রিকার নওগাঁ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।গতকাল ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০.৩০ সময় নওগাঁ শহরের গোস্তহাটি মোড়্স্থ রূপালী মার্কেটে মোল্লা মেডিসিন ষ্টোরে উক্ত সাংবাদিক তার শারীরিক অসুস্থতার দরূন ইনজেকশনের ঐষধ ও সিরিঞ্জ কিনতে আসেন। দোকানদার প্রেসক্রিপশন দেখতে চায় সেটি নিশ্চিত করলেও সিরিঞ্জ দিতে অস্বীকৃতি জানায়। ইতিমধ্যে ঐ দোকানেন এক মেয়াদোত্তীর্ণ ঔষধ তাঁর নজরে আসলে সাংবাদিকের অনুসন্ধিৎসু কৌতুহলী মন ব্যাকুল হয়ে উঠে। ঐ সময় মেডিসিন ব্যবসায়ী রাজ্জাক উক্ত মেডিসিনের প্যাকেট তড়িঘড়ি করে অন্যত্র সরিয়ে ফেলে। এতে করে একপর্যায়ে কথা কাটা-কাটি বা বাক-বিতন্ডা শুরু হয়।এমন সময় প্রতিবেশী দোকানদার এসে সাইফুল ওয়াদুদকে ধাক্কা মেরে ফেলে দেয়। এভাবে লাঞ্চিত ও হেনস্তার শিকার হন।এবং মানসিক ও শারিরিক ভাবে অসুস্থ হয়ে পরেন।

অসুস্থতার কারণে স্হানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষ করে নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ পত্র জমা দেন। ওসি নূরে আলম বলেন, এইরকম একটি লিখিত অভিযোগ আমি গ্রহণ করেছি,এস, আই আব্দুল মান্নান প্রাথমিক তদন্ত করে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সব খবর