ঢাকা, শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, ভোর ৫:১১
বাংলা বাংলা English English
শিরোনাম:
১১ অক্টোবর ২০২৪: আজকের নামাজের সময়সূচি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার দায়িত্ব সবার: ধর্ম উপদেষ্টা মহাসপ্তমী উদযাপন: আজ অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপণ্যের দামে আগুন, সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটে সাধারণ মানুষ ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ২০০-এর দোরগোড়ায়, আক্রান্ত ছাড়িয়েছে ৪০ হাজার টাইগ্রেসদের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ টানা দুই হারে পূজায় কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: আইজিপি ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস: তাপমাত্রা স্থিতিশীল, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সেনাপ্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

১১ অক্টোবর ২০২৪: আজকের নামাজের সময়সূচি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার দায়িত্ব সবার: ধর্ম উপদেষ্টা মহাসপ্তমী উদযাপন: আজ অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপণ্যের দামে আগুন, সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটে সাধারণ মানুষ ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ২০০-এর দোরগোড়ায়, আক্রান্ত ছাড়িয়েছে ৪০ হাজার টাইগ্রেসদের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ টানা দুই হারে পূজায় কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: আইজিপি ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস: তাপমাত্রা স্থিতিশীল, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সেনাপ্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বসতবাড়িতে হামলা ভাংচুর লুটপাঠের প্রতিবাদে মানববন্ধন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামে মৃত শাহনেওয়াজ চৌধুরীর বসতবাড়িতে হামলা ভাংচুর লুটপাঠ ও চাদাঁবাজদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে স্থানীয় শিবগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকায় দুইশতাধিক লোকজন অংশগ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখেন ভূক্তভোগী মৃত শাহনেওয়াজের সহধর্মিনী সুহেনা চৌধুরী,রুবন চৌধুরী,ছবির মিয়া,নিজাম মিয়া,সুহেল মিয়া,খলিল চৌধুরী,রিজু মিয়া,প্রবীর দাস প্রমুখ।
বক্তারা বলেন,মৃত শাহনেওয়াজ চৌধুরী এলাকায় একজন দানবীর লোক ছিলেন তিনি গত একবছর পূর্বে মারা যাওয়ার পর থেকে তার সহায় সম্পত্তি দখলে নিতে কুবাজপুর গ্রামের আফাজ চৌধুরী,এনামুল হক গংরা চলতি মাসের ২ সেপ্টেম্বর মৃত শাহনেওয়াজ চৌধুরীর সহধর্মিনী সুহেনা চৌধুরীর বাড়িতে এসে ১০ লাখ টাকা চাদাঁ দাবী করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় আফাজ চৌধুরী ও এনামুল গংরা গত ৩ সেপ্টেম্বর একদল সন্ত্রাসী নিয়ে সুহেনা চৌধুরীর বসতভিটায় হামলা ভাংচুর ও লুটপাঠ ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তারা ঘরে রক্ষিত ১২ ভরি স্বর্ণালংকার,নগদ দেড়লাখ টাকা, আসবাবপত্র নিয়ে চলে যায়। এ ঘটনায় মৃত শাহ নেওয়াজের সহধমিনী সুহেনা চৌধুরী বাদি হয়ে গত ১৬ সেপ্টেম্বর কুবাজপুর গ্রামের মৃত তছর উদ্দিন চৌধুরীর ছেলে আফাজ চৌধুরীহামিদ মিয়ার ছেলে ,এনামুল হক,মৃত শফিক চৌধুরীর ছেলে রাজিব চৌধুরী,সহোদর রাহিম চৌধুরী,নুর হেকিম,ইউসুফ মিয়া,শাফর মিয়ার ছেলে দিলফর মিয়া,সহোদর সাইফুল মিয়া,মৃত নুর আলীল ছেলে আলাল মিয়া,রমাপতিপুর গ্রামের রোয়াব উল্ল্যাহর ছেলে হাছন,তিলকপুর শাহারপাড়ার আব্দুল খালিক মিয়ার ছেলে আবুল মনসুর মুর্শেদ এই ১১ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -০৭ ।সুহেনা চৌধুরীর তিন ছেলে সন্তান হলেও তারা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন।
বক্তারা অবিলম্বে ঐ সকল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তাার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।

সব খবর