ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:০৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়


পিরোজপুরের কাউখালী উপজেলার শিক্ষক কর্মচারীবৃন্দের আয়োজনে রবিবার ২২ সেপ্টেম্বর দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম নির্বিঘ্নে করা সহ যেকোনো ধরনের নৈরাজ্য বন্ধের প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন, কাঠালিয়া পিজিএস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, নীলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, রঘুনাথপুর ইজিএস স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় প্রমুখ। এ সময় বক্তারা বলেন যদি কোন শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকে তাহলে তদন্ত সাপেক্ষে আইনের মাধ্যমে তার ব্যবস্থা গ্রহণ করা হোক। ঢালাওভাবে সকল শিক্ষকদের যাতে কোন পক্ষ অহেতুক হয়রানি না করে। বক্তার আরো বলেন শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার বন্ধ করতে হবে।

সব খবর