ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৪৮
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে থানা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার


হবিগঞ্জে থানা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) থানার পেছনের একটি স্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ মডেল থানার ওসি নূরে আলম।

ওসি নূরে আলম বলেন, ‘পুলিশ সদস্যরা বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় শটগানটি দেখতে পান। সেটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এর ভেতরে গুলি ছিল না।’

তিনি আরও বলেন, ‘অস্ত্রটি দেখে অচল মনে হচ্ছে। গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জে পুলিশের কয়েক রকম অস্ত্র লুট হয়েছিল। তবে কোনো শটগান খোয়া যায়নি। থানা কম্পাউন্ডের ভেতরে পাওয়া অস্ত্রটি কার বিষয়টি তদন্ত করে দেখা হবে। আদালতের আদেশ অনুযায়ী, এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সব খবর