ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৩০
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্যহীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা


২১ সেপ্টেম্বর, ২০২৪ : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে। এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে। আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানে কোন বৈষম্য থাকবে না।
আজ শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় এলাকাবাসীর সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। পাহাড়ে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায় তাদের কোনভাবে সুযোগ দেয়া যাবে না। পাহাড়-সমতল মিলে বাংলাদেশ।
এর আগে উপদেষ্টা দীঘিনালার লারমা স্কয়ারে গিয়ে গত বৃহস্পতিবার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে তিনি স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

সব খবর