পিরোজপুর: আগে পুলিশ গ্রেপ্তার করে বলতো উপরের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। এখন আর উপরের নির্দেশ নেই, সুতরাং এখন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আপনাকে প্রমান করতে হবে আপনি ফ্যাসিবাদের প্রেতাত্মা নন। আর যদি সেটা না পারেন, তাহলে ছাত্র-জনতা আপনাদেরকেও ছাড় দিবে না।
পিরোজপুরে জেলা জামায়াতের রুকন সম্মেলনে শনিবার প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান প্রশাসনকে উদ্দেশ্য করে এ কথা বলেন।
সকাল ৮ টায় পিরোজপুর জেলা শিল্পকলা একেডেমী মিলনায়তনে কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে এ সম্মেলনে তিনি আরো বলেন, যেমনি করে ছাত্র-জনতা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে তেমনি করেই সকল ষঢ়যন্ত্র রুখে দিতে জনতা ঐক্যবদ্ধ আছে। তিনি বলেন পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের টার্গেট ছিল দেশে একটা আল্ট্রা সেকুলার রাষ্ট্র কায়েম করে ভারতের হাতে তুলে দিবে। তাদেও এ পথে বাধা হয়ে দাঁড়ায় দেশপ্রেমিক সেনাবাহিনী, জামায়াত ইসলামি ও হক্বানী ওলামায়ে কেরাম। এর এ বাধা অপসারন করতে তারা ক্ষমতায় এসেই প্রথমে সেনাবাহিনীর চৌকশ ৫৭ সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। এরপর তারা জামায়াতকে নি:শেষ করতে জামায়াতের শীর্ষ নেতাদের নামে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে প্রহসনের বিচারে তাঁদের ফাঁসি দিয়ে হত্যা করে। জামায়াতের দুজন নেতা সরকারের তিনটি মন্ত্রনালয়ের দায়িত্বে থেকে দক্ষতার সঙ্গে কাজ করে এ দলের সততার প্রমান দিয়েছিল।
রুকন সম্মেলনে বিশেষ অতিথি মুয়াজ্জেম হোসাইন হেলাল বলেন আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট, খুন, গুম করে ছাত্র-জনতার রোশে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছে। অথচ জামায়াতের নেতা-কর্মীরা শত জুলুম অত্যাচার সহ্য করেও টিকে আছে। দেশ নতুনভাবে স¦াধীন হওয়ার পর অনেক রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে। জামায়াত ইসলাম তা না করে চরিত্রবান মানুষ গড়তে কাজ করছে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা জেলার সাবেক আমীর মাওলানা ফজলুল করিম, পিরোজপুর জেলার নায়েবে আমীর মাওলানা আবদুর রবসহ সকল উপজেলা আামীরগন। জেলা সেক্রেটারী মো: জহিরুল হকের সঞ্চালনায় জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়ে দিনব্যাপী চলে।