বরিশাল: উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে প্রায় তিন যুগ পর ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর গৌরনদীর টরকী বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করেন মোট ৫৫৭ জন ব্যবসায়ী। এ সময় সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য শরীফ সাহাবুব হাসান ও বদরুজ্জামান চঞ্চল মাঝি প্যানেল এবং আলহাজ শাহজাহান শরীফ ও সরদার আবুল ফয়েজ প্যানেলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণের আগে ব্যবসায়ীদের নিয়ে সেমিনার করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। ভোটগ্রহণ শেষে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান ফরিদ বিজয়ী প্যানেলের নাম ঘোষনা করেন। ঘোষিত ফলাফলে ৫৫৭টি ভোটের মধ্যে ৪১৩ ভোট পেয়ে ২৬৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সভাপতি শরীফ সাহাবুব হাসান ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান চঞ্চল মাঝি প্যানেল। আলহাজ শাহজাহান শরীফ ও আবুল হোসেন ফয়েজ প্যানেল পেয়েছেন ১৪৪ ভোট।
নব-নির্বাচিত টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান জানান, এই কমিটির মেয়াদ র্নিধারণ করা হয়েছে আগামী ছয় মাসের জন্য। খুব শীঘ্রই অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে টরকী বন্দর বণিক সমিতির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হবে।