পটুয়াখালী:১২ তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখান করে “১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এ একদফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলায় কর্মরত শতশত সহকারী শিক্ষকরা। শনিবার সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষকরা বলেন, দেশের মানুষ গড়ার কারিগররা আজ অবহেলিত, নিস্ফেশিত। যে শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর, তাদের ১২ তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে। যা আমাদের জন্য লজ্জার। যে বৈষম্যের জন্য আজ নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেখানে শিক্ষকরা কেন বৈষম্যের শিকার হবে। শিক্ষকদের দাবি, দেশ সংস্কারের যে নতুন দায়িত্ব বর্তমান অর্ন্তবর্তী সরকার শুরু করেছে, সে সংস্কার শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করা হোক। সহকারী শিক্ষকদের এ দাবি মানা না হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে শিক্ষকরা ঘোষনা দেন। সহকারী শিক্ষক গাজী মো. জামাল ও বদরুদ্দোজা সৈকতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোসাঃ সুমী,শাহিনুর বেগম, মিজানুর রহমান, আখতারুজ্জামান, আরিফুর রহমান,মো. জুয়েল, রেজাউল করিম, ইউসুফ আলী, হুমায়ুন কবির, মীর আলামিন, ইমাম হোসেন প্রমুখ।