ঢাকা, শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:১৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী রেলস্টেশনে হেরোইন-সহ মাদক কারবারী নাসা গ্রেফতার


রাজশাহী রেলস্টেশন থেকে হেরোইন-সহ মাদক কারবারী মোঃ জমসেকে (৫৬) গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায় পাকশী রেলওয়ে রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যাহার মূল্য ২০ লাখ টাকা।
গ্রেফতার মোঃ জমসেদ ওরফে নওসাদ অরফে নাসা, সে রাজশাহীর গোদাগাড়ী থানার আষাড়িয়াদহ পশ্চিমপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারী জমসেদ নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তার বাড়ী সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সহজেই মাদক পরিবহণ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।
এ ব্যপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সব খবর