ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৮:৪৭
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আইন নিজের হাতে তুলে না নিতে শিক্ষার্থীদের প্রতি ঢাবি প্রশাসনের নির্দেশনা


২০ সেপ্টেম্বর, ২০২৪: যে কোন পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের চলমান পরিস্থিতিতে কোনভাবেই ‘মব জাস্টিস’ কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নিলে কিংবা মব জাস্টিসের পরিস্থিতি ঘটালে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।’
সন্দেহজনক কোন ব্যক্তির কারণে অনাকাক্সিক্ষত পরিস্থিতির উদ্ভব হলে অবিলম্বে সংশ্লিষ্ট বিভাগ, হল প্রশাসন এবং প্রক্টরিয়াল বডিকে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সব খবর