ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১২:২৭
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার হিরোশিমা নিয়ে সিনেমা বানাবেন ক্যামেরন


‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’-এর মতো কালজয়ী সিনেমা নির্মাণ করে চলচ্চিত্র ইতিহাসের অংশ হয়ে আছেন হলিউডের কিংবদন্তি নির্মাতা জেমস ক্যামেরন। আর এবার ইতিহাসেরই এক ভয়াবহ অধ্যায় পর্দায় ফুটিতে তুলতে যাচ্ছেন এই পরিচালক। এবার তার প্লট জাপানের হিরোশিমা।

দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, নতুন সিনেমার পরিকল্পনা করেছেন জেমস ক্যামেরন। সিনেমার জন্য কিনেছেন একটি বইয়ের স্বত্ব। চার্লস পেলেগ্রিনোর ‘ঘোস্টস অব হিরোশিমা’র স্বত্ব কিনলেন ক্যামেরন। মজার ব্যাপার হলো, বইটি এখনো প্রকাশ হয়নি।

প্রতিবেদন অনুসারে, একটি বই থেকে এই সিনেমা নির্মাণ করছেন না তিনি। গল্প সাজানোর ক্ষেত্রে সাহায্য নিচ্ছেন আরও দুটি বইয়ের।

একই লেখকের ‘ঘোস্টস’ ও ২০১৫ সালে প্রকাশিত ‘লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’ থেকে সাহায্য নেওয়া হবে। আর সিনেমার নাম দেওয়া হচ্ছে দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা। এ সিনেমায় দেখানো হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জাপানের অবস্থা। বিশেষত, বোমা হামলার পর হিরোশিমার যা হয়েছিল তাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে সিনেমার মূল বিষয় হবে বোমা হামলার পর বেঁচে যাওয়া মানুষ। কেননা হিরোশিমা নাগাসাকিতে বোমা হামলায় যারা মারা গিয়েছিলেন, তারা একরকম বেঁচে গিয়েছিলেন। জীবিত যারা ছিলেন তাদের বহন করতে হয়েছিল মরণ যন্ত্রণা।

সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। কারণ এ সিনেমার মধ্য দিয়ে ক্যামেরন ফিরছেন নতুন করে। ১৯৯৭ সালের পর থেকে ক্যামেরন ব্যস্ত ছিলেন ‘অ্যাভাটার’ নিয়ে। এবার নতুন গল্পে মন দেবেন এই নির্মাতা, সেটিও হিরোশিমার মতো ঐতিহাসিক প্রেক্ষাপটকে ঘিরে। তবে সিনেমাটি নিয়ে এখনো বেশি কিছু জানাননি ক্যামেরন। কবে কাজ শুরু করবেন সে বিষয়টিও অনিশ্চিত।

তবে হলিউডভিত্তিক বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে প্রকাশিত বই দুটো নিয়ে কাজ শুরু করেছেন ক্যামেরন। নতুন বইটি ২০২৫ সালে প্রকাশ হওয়ার পর তিনি সিনেমার মূল কাজ শুরু করবেন।

সব খবর