ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ২:৫৪
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে সর্প দংশনে শিশুর মৃত্যু


বিষাক্ত সাপের দংশনে তাহামুল ইসলাম তাজ নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা শিশু তাজকে মৃত বলে ঘোষণা করেন।

শিশু তাহামুল ইসলাম তাজ জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামের পুলিশ দম্পত্তি কনস্টেবল সিফাত কাজী ও তানজিলা আক্তারের কনিষ্ঠ ছেলে। পুলিশ কনস্টেবল সিফাত কাজী ভোলায় এবং তানজিলা আক্তার ঝালকাঠিতে কর্মরত রয়েছেন। শুক্রবার সকাল ১০টায় মাদারকাঠি গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে শিশু তাহামুল ইসলাম তাজকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, দাদির সাথে শিশু তাজ তার ফুফুর বাড়ি পটুয়াখালীতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুফুর বাড়ির পাশে বসে বিষাক্ত সাপ তাজকে দংশন করে। তাৎক্ষনিক তাকে প্রথমে পটুয়াখালী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা শিশু তাজকে মৃত বলে ঘোষণা করেন।

সব খবর