ভোলার দৌলতখানে কোস্টগার্ড,নৌ বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু ও তার ছেলে মোঃ আরিফকে ২টি আগ্নেয়াস্ত্র ও ১০টি রামদা সহ আটক করেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে কোষ্টগার্ড দক্ষিণ জোন থেকে জানানো হয়,বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং চরে এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্র্ধষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণেকে জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীনও হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে যৌথ বাহিনী ভোলা সদর উপজেলার আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজী বাড়িতে তল্লাশী চালিয়ে এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়া এবং তার ছেলে মোঃ আরিফ কে ২ টি আগ্নেয়াস্ত্র (দেশীয় পাইপ গান), ১০ টি দেশীয় রামদাসহ আটক করে। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার ( অপারেশন) লেফটেন্যান্ট সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।