ঢাকা, সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:২৬
বাংলা বাংলা English English

সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীর বান্দ রোড কলোনিতে মাদক ব্যবসায়ির হামলায়” নারীসহ আহত -৪


বরিশাল নগরীর ভাটারখাল ১০ ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ীর অত্যাচারে এলাকা বাসী অতিষ্ট, বাংলাদেশ সেনাবাহিনী কোম্পানি কমান্ডার বরাবর ১৮/৯/২৪ তারিখ বরিশাল সদরে লিখিত অভিযোগ দায়ের। গতকাল রোজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বেবি ওরফে গাজা বেবির সহযোগীরা বান্দরোড এলাকার বাসিন্দা,পারভীন বেগম( ৬০) এক পরিবারের ওপর তাদের বসতবাড়িতে হামলা চালায়। হামলায় আহত হন তার স্বামী রুস্তম আলী ও ছেলের বউ ও মেয়েরা, হামলাকারীরা হলেন একই ওয়ার্ডের বাসিন্দা সাদ্দাম শাহ (৩০) তারেক শাহ ২৮)উভয়ই পিতা, হালিম শাহ,) সোহেল ওরফে ফাডা সেহেল, তানিয়া বেগম, সুমি বেগম জিদনী,তারা হঠাৎ সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশি ধারালো অস্ত্র রান্দা চাপাতি গাবের কাঠি নিয়ে আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে পারভীন বেগমের বাসায় প্রবেশ করে তাদের ওপর হামলা চালায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা। এই সময় হামলাকারীরা সোনা গহনা নগদ টাকা সহ ছিনতাই করে নিয়ে যায়, তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে এমনটাই জানান পারভীন বেগম তিনি অভিযোগ করে বলেন আমি তাদের অত্যাচারে সর্বশান্ত তাদের ভয়ে কেউই কথা বলার সাহস পায়না, তারা আ.লীগের প্রভাব দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে সকল প্রকার অপরাধ জনিত কাজ চালিয়ে,এলাকায় মাদক ব্যবসা দীর্ঘদিন যাবত করে আসছে দেশের অনেক জায়গায় তাদের নামে মামলা ও রয়েছে। এবং বর্তমানে পুলিশের অকিটকি ছিনিয়ে নেওয়ার ও একটি মামলা চলমান রয়েছে, এদিকে এই অভিযোগের বিষয়ে হামলা কারীদের সাথে যোগাযোগ করা হলে তাদের না পাওয়ার কারনে বক্তব্য পাওয়া যায়নি।

সব খবর