সবাইকে সাথে নিয়ে বরিশাল জেলাকে মাদক মুক্ত করার কথা জানিয়েছেন নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। এজন্য সাংবাদিকদের পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ‘মাদকমুক্ত বরিশাল গড়তে আমরা সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই। জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথমদিন বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় সভা করেছেন। পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, সারাদেশের ন্যায় বরিশালেও আমরা সংস্কার করতে চাই। এখানে কোন প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না, চলতে দেয়া যাবেনা। এজন্য সকল শ্রেণি ও পেশার মানুষদের নিয়ে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নাগরিক কমিটি গঠণ করা হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি প্রমুখ। নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এর আগে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কামান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।