ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৮:১০
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চারঘাট বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার; পালিয়েছে ২ মাদক কারবারী


রাজশাহীর চারঘাটে ৮১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে দুইজন মাদক কারবারী।
বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় চারঘাট থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
পলাতক অভিযুক্তরা হলো: মোঃ আশিকুর রহমান আশিক (২৯) ও মোঃ সুজন (৩২), তারা চারঘাট থানার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ জিয়ারত আলীর ছেলে। (সম্পর্কে আপন দুই ভাই)
শুক্রবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, বৃহস্পতিবার গভির রাতে চারঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামে দুইজন ব্যক্তি বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার ওসি’র নেতৃত্বে এসআই মোঃ নুর ইসলাম, এসআই মোক্তার হোসেন, এএসআই মোঃ আব্দুল মালেক ও সঙ্গীয় ফোর্স বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ৩টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৮১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী আশিক ও মোঃ সুজন পালিয়ে যায়।
এ ব্যপারে অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা রুজু হয়েছে।#

সব খবর