ভোলার তজুমদ্দিনে গত বৃহস্পতিবার সন্ধায় যুবদল কর্মি ফরিদ ও গফুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মহসিন মোহাজনের সাথে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডে জড়ায়। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কা-ধাক্কি শুরু হলে পাশে থাকা সেচ্ছাসেবক দলের উপজেলা ধর্মবিষয়ক সম্পাদক মোশারেফ হোসেন(মাওঃ মাকসুদ)এগিয়ে এসে ঝামেলা মিটানোর চেষ্ঠা করেন ।এ সময় ফরিদ ও গফুর মাওঃ মাকসুদের উপর ও হামলা করেন পরে আস-পাসের লোকজন এসে তাদের উভয় গ্রুফ কে সরিয়ে দেন।কিছু সময় পরে ফরিদ ও গফুরের নেত্বৃত্বে তোফাজ¦ল,মিজান সহ আরো অনেকেই তিন-চারটি হুন্ডার মহরা নিয়ে তজুমদ্দিন ফজিলাতুন নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে এসে মাওঃ মাকসুদের উপর হামলা করে।ঘটনাস্থলেই মাকসুদ জ্ঞান হারিয়ে রাস্থায় পরে যায়। পরে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থকম্পেলেক্সে পাঠান।অহত মাওঃ মাকসুদ জানান,তার মাথায় তিনটি শিলাই লেগেছে এবং শরিলের বিভিন্ন জায়গায় জখম হয়েছে।তিনি ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবী জানান।আহত মাওঃ মাকসুদ খোসনদী দাখিল মািদ্রাসার সহকারি শিক্ষক।