ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১:১৭
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বিএসএমএমইউ শিক্ষক নিপুণ গ্রেপ্তার


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে হামলার অভিযোগে হওয়া এক মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুণকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তারের পর ডা. মো. হাসানুল হক নিপুণকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিএসএমএমইউ-এর সহকারী অধ্যাপক হাসানুল হক নিপুণকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় ডিএমপিতে হস্তান্তর করে।

সব খবর