ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, রাত ৩:১৪
বাংলা বাংলা English English

বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ১১কোটি টাকার হেরোইন উদ্ধার


রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে ১০কেজি ৭০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব সিপিসি-১, র‌্যাব-৫।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনগত সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হুজরাপুর কাজিপাড়া এলাকা থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বুধবার রাতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়াডের্র অর্ন্তগত হুজরাপুর কাজিপাড়া মহানন্দা নদীর পাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যাহার মূল্য ১০ কোটি ৭০লাখ টাকা। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত হেরোইন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সব খবর