এনএফপিআর: রাজধানীর মোহাম্মদপুরে আইইডি মিলনায়তনে বিশ্ব আলঝাইমার্স দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক উন্নয়ন সংস্থা- জনউদ্যোগ এই কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার নিরাপদ প্রবীণ মঞ্চের সমন্বয়ক, বিশিষ্ট প্রবীণ বিশেষজ্ঞ হাসান আলীর সঞ্চালনায় ও স্যার ইউলিয়াম বেভারিজ ফাইন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর অনুষ্ঠিত সভায় মেজর (অব:) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম, আঞ্জুমান মুফিদুল ইসলাম বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মিতালি হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা দুলাল, নেইবার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবিক কিচেনের পরিচালক মারুফ আহমেদ মল্লিক সহ বিশিষ্টজন।
বিশ্ব আলঝাইমার্স দিবসে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় ডিমেনশিয়া রোগ প্রতিরোধে বক্তারা জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, প্রবীণবান্ধব বাংলাদেশ গড়তে নবীনদের এগিয়ে আসতে হবে। ডিমেনশিয়া প্রতিরোধে সরকারকে প্রয়োজন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।