ঢাকা, শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:৪৮
বাংলা বাংলা English English

শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম


পিরোজপুরের কাউখালী উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে মোঃ নজরুল ইসলাম। তিনি উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষাক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। মোঃ নজরুল ইসলাম হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৯ সালে যোগদান করে সততা ও সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালনা করেন। বিদ্যালয়টিতে তিনি যোগদান করার পর থেকে তার দক্ষ পরিচালনা ও শিক্ষার্থী, অভিভাবক,ম্যানেজিং কমিটি, পিটিএ কমিটি, সুধিসমাজের সাথে সুসম্পর্ক স্থাপন করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে অগ্রণী ভূমিকা পালন করেন। যোগদান এর পর থেকে অদ্যাবধি নিরলসভাবে পরিশ্রম করে বিদ্যালয়টিকে উপজেলার মধ্যে অন্যতম একটি বিদ্যালয় গড়ে তুলেছেন। তিনি শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে শতভাগ সফল হয়েছেন। বিগত বছরে বিদ্যালয়ে ট্যালেন্টপুল, সাধারন বৃত্তি, এ প্লাসসহ পাসের হার শতভাগ।
প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সহযোগিতার কারণে তার এই অর্জন সম্ভব হয়েছে। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সব খবর