পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভা কক্ষে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সুব্রত কর্মকার,কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, ফায়ার সার্ভিস ইনচার্জ শহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ ইন চার্জ মোঃ শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা সদরের ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা সহ ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক সভা করা হইবে। তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে মাইকিং করে জনগণকে সচেতনতা করতে হবে। ডাক্তার সুব্রত কর্মকার বলেন, করোনার চেয়েও ডেঙ্গু ভয়াবহ। এর যথাযথ চিকিৎসা করতে হবে এবং সবাইকে সতর্ক থাকতে হবে।