ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:০১
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি কেএম আলী নেওয়াজ কে সংবর্ধনা


খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিত্রা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির নব নির্বাচিত সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজকে ১৯ শে সেপ্টেম্বর ~ ২০২৪ বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

কলেজ মিলনায়তনে আয়োজিত এ বণার্ঢ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং চিত্রা মহিলা ডিগ্রী কলেজের নবনির্বাচিত সভাপতি জনাব কে এম আলী নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ এর সহধর্মীনি মিসেস সাবিনা আজাদ , কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার আব্দুল মান্নান।
জ্যেষ্ঠ প্রভাষক প্রশান্ত কুমার বাছাড়ের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের শিক্ষক ও উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফকরুল ইসলাম বুলু , কলেজ শিক্ষক প্রতিনিধি ও কলেজের সহকারী অধ্যাপক কে এম আলী এহসান , জ্যেষ্ঠ প্রভাষক দেবাশীষ বিশ্বাস , প্রভাষক মসিউর রহমান , ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ , উপজেলা যুবদলের আহবায়ক মোল্যা হুমায়ুন কবির , কে এম আলী দাদ , বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ , মোঃ শরীফুল ইসলাম , ছাত্রী সুরাইয়া ইসলাম সিমি ও নুসরাত জাহান সহ আরও অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ ছাত্রীদের উদ্দেশ্যে বলেন , নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে আগামীর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন , সুশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

সব খবর