ঢাকা, বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, দুপুর ১২:১৪
বাংলা বাংলা English English

বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সকল বেসরকারি টিভিতে বিটিভির খবর প্রচার আর নয়


সকল বেসরকারি টিভি চ্যানেলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর সম্প্রচার করার বাধ্যবাধকতা ছিল আওয়ামী লীগ সরকারের। যা এখন আর প্রয়োজন নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে মন্ত্রণালয়।

ওই আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই মর্মে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবির স্বাক্ষরিত এই আদেশ বলে জানা যায়।

সব খবর