ঢাকা, শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৫১
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীতে জেট ফুয়েল ও ফার্নেস তেলের দাম নির্ধারণ করবে বিইআরসি


এতদিন জেট ফুয়েলের মূল্য সরকারের নির্বাহী আদেশে নির্ধারিত হয়ে এলেও আগামীতে এই মূল্য নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাস থেকে বিইআরসি কর্তৃক জেট ফুয়েল ও ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হবে।

এদিকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (৩১ আগস্ট) ডিজেল-কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা ও পেট্রোল-অকটেনের দাম ৬ টাকা কমানো হয়।

সব খবর