প্রকল্প থেকে নিয়োগপ্রাপ্ত(সেসিপ)মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক গত ১৭ই সেপ্টেম্ভর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের উপর হামলার প্রতিবাদে তজুমদ্দিনে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রকল্প থেকে আসা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং হামলা কারীদের অবিলম্ভে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।বক্তারা আরো বলেন,মাধ্যমিক পর্যায়ের প্রশাসনিক পদগুলোতে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি পাওয়া আমাদের বিধিগত অধিকার। প্রশাসনিক পদগুলোতে ৫০% কোটায় প্রকল্প থেকে আসা শিক্ষা কর্মকর্ত নিয়োগ বিধি অনুসারে নেওয়া হয়েছে,যার কারনে আমরা আমাদের নিয়োগ বিধির অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।এমতাবস্থায় তাদের নিয়োগবিধি বাতিল করে সরকারি মাধ্যমিক শিক্ষকদের নিয়োগ বিধি কার্যকর করার দাবি ও জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন ফজিলাতুন নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগির হোসেন,সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলি বিল্লাল,শাহে আফজল শাহিন,আল আমিন ,ফাইজুল ইসলাম,মাকসুদুল হাসান ও চাঁদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরিমল দত্ত প্রমুখ।