ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১:০৬
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ২০ সেপ্টেম্বর চলবে মেট্রোরেল


১৮ সেপ্টেম্বর, ২০২৪ : আগামী ২০ সেপ্টেম্বর থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রোরেল। যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে ট্রেন চলাচলের এ সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া সপ্তাহের বাকি ছয়দিন পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী মেট্রোরেল চলবে।
অফিসে আদেশে আরও বলা হয়, ডিএমটিসিএল এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সব খবর