ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:২৫
বাংলা বাংলা English English

শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল সওজের নির্বাহী প্রকৌশলী সুমনের বিদায় নাজমুলের দায়িত্ব গ্রহণ


বরিশালে সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমনের দায়িত্ব হস্তান্তর ও নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম,এর দায়িত্ব গ্রহণ উপলক্ষে গতকাল রোজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে এই বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বরিশাল জোন অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম আজাদ রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান এর সভাপতিত্বে শুরতেই পবিত্র কোর আন তেলওয়াত করেন সড়ক অধিদপ্তরের পেশ ইমাম মোঃ সুলতান হোসেন, উল্লেখ্য মাসুদ মাহমুদ সুমন বরিশালে ৪/১/২০২০ সালে যোগদান করেন, এর আগে তিনি ভোলা পিরোজপুর সহ অনেক বিভাগে কর্ম জীবনে চাকরী করেছেন। বর্তমানে তার ঢাকা মুন্সিগঞ্জ সড়ক বিভাগে যোগদান করার কথা রয়েছে, চাকরি জীবনে তিনি বরিশালে দীর্ঘদিন ছিলেন, বরিশালে অনেক গ্রামীণ জনপথের সড়ক কালভাট রাস্তা ঘাট সহ অনেক উন্নয়ন কাজে অবদান রয়েছে তার। এই বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে। বিভিন্ন কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এতে উপস্থিত ছিলেন ভোলার নির্বাহী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম,উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আল-আমীন,বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি এ্যাডঃ রেজাউল করিম রনি,ও উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপ সহকারী মোঃ শাখাওয়াত হোসেন, হামিদুর রহমান, উপ সহকারী অরুন সহ বরিশাল সড়ক ও জনপথের শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনছার উদ্দিন ও সাধারণত সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সব খবর