ঢাকা, শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বিকাল ৫:৫৪
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া মালামালসহ ৩ চোর আটক


রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ৩ চোর আটক হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে এসব চোরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত নাজিমউদ্দিন মৃধার ছেলে মোঃ মেহেদী হাসান টুকু (৪৫), মোঃ জালাল শেখের ছেলে আব্দুল্লাহ শেখ(২১) ও মোঃ ইউসুফ আলী শেখের ছেলে ইনদাদুল শেখ(৩৬)।
বালিয়াকান্দি থানা পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াকান্দীর বাঘুটিয়া গ্রামে বিলের মাঝ থেকে ১টি কাঠের নৌকা আনুমানিক মূল্য ৭ হাজার টাকা এবং ২ গাছা চায়না দুয়ারী জাল যার আানুমানিক মূল্য ১২ হাজার টাকা ও অপর ১টি কাঠের নৌকা আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা সুকৌশলে চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় জামালপুর ইউনিয়নের মাশালিয়া বিলের মাঝ থেকে বালিয়াকান্দি থানা পুলিশ চোরদেরকে চুরি যাওয়া মালামাল সহ গ্রেফতার করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান।
এ ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সব খবর