ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৯:৫৪
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে ১০ হাজার পরিবারের মাঝে পপির ত্রাণ সামগ্রী বিতরণ


নোয়াখালীর ৮টি উপজেলায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পপির নোয়াখালী রিজিওন কার্যালয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

পিপলস্ ওয়িয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) মাইক্রোফাইন্যান্স মো.মশিউর রহমান বলেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক অঞ্চলের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, উন্নয়ন সংস্থা পপির মাইক্রোফাইন্যান্স মো.মশিউর রহমান, সহকারি পরিচালক মাইক্রোফাইন্যান্স সঞ্জীব চন্দ্র ভদ্র, গ্রোগ্রাম ম্যানেজার মো.জসীম উদ্দিন তালুকদার প্রমূখ।

সব খবর