দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ চৌকিদারকে শোকজ করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিমের যৌথ স্বাক্ষরে এই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ভোলায় কর্মরত পুলিশ কনটেস্ট হাসানুজ্জামান রাহাতের যোগসাজশে ১২ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে খান তুহিনকে মারধর করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। খান তুহিন কোতোয়ালি থানায় একটি মামলার এজাহারভুক্ত আসামি। থানায় তুলে দেওয়ার কারণে পুলিশ তাকে জেল হাজতে পেরন করেন।
বিষয়টি নিয়ে জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সুস্পষ্টভাবে এটি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড।