ঢাকা, শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, সকাল ৬:২৭
বাংলা বাংলা English English
শিরোনাম:
১১ অক্টোবর ২০২৪: আজকের নামাজের সময়সূচি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার দায়িত্ব সবার: ধর্ম উপদেষ্টা মহাসপ্তমী উদযাপন: আজ অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপণ্যের দামে আগুন, সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটে সাধারণ মানুষ ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ২০০-এর দোরগোড়ায়, আক্রান্ত ছাড়িয়েছে ৪০ হাজার টাইগ্রেসদের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ টানা দুই হারে পূজায় কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: আইজিপি ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস: তাপমাত্রা স্থিতিশীল, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সেনাপ্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

১১ অক্টোবর ২০২৪: আজকের নামাজের সময়সূচি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার দায়িত্ব সবার: ধর্ম উপদেষ্টা মহাসপ্তমী উদযাপন: আজ অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপণ্যের দামে আগুন, সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটে সাধারণ মানুষ ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ২০০-এর দোরগোড়ায়, আক্রান্ত ছাড়িয়েছে ৪০ হাজার টাইগ্রেসদের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ টানা দুই হারে পূজায় কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: আইজিপি ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস: তাপমাত্রা স্থিতিশীল, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সেনাপ্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কষ্ট আর ঝুঁকি নিয়েই গণরুমে থাকছেন রাবির ছাত্রীরা


দুই বেডের মাঝখানে মাত্র এক বা দুই ফুটের দূরত্ব। একটি রুমের মধ্যে সাজানো ১৫, ২০, ৩০ কিংবা ৫০টি বেড। হয়তো এ রুমের ধারণক্ষমতা ৫০ জন। কিন্তু ডাবলিং করে থাকছেন ১০০ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের ছয়টি হলের চিত্র অনেকটাই এ রকম। কয়েকটি গণরুমে গাদাগাদি করে থাকেন প্রায় দেড় হাজার ছাত্রী।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী রয়েছেন ২৬ হাজার ৩৭০ জন। এর মধ্যে ৯ হাজার ২৯৩ জন ছাত্রী। যেখানে ছয়টি হলে ৪ হাজার ২০৪ জন ছাত্রী অবস্থান করছেন। বাকি ৫ হাজার ৮৯ জন এখনো আবাসিক সুবিধা পাননি।
শিক্ষার্থীদের অভিযোগ, গণরুম যেন এক জেলখানা। হলের গণরুমের বৈদ্যুতিক লাইনে প্রায়ই শর্টসার্কিটের ঘটনা ঘটে। যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। খালেদা জিয়া হলে রিডিং রুম থাকলেও অধিক শিক্ষার্থীর কারণে সেখানে সবার জায়গা সংকুলান হয় না। আর চারটি গণরুমের দুই শতাধিক শিক্ষার্থীর জন্য বাথরুম মাত্র আটটি। বঙ্গমাতা হলে ৮০টি সিটের গণরুমে জানালা রয়েছে মাত্র চারটি। ফলে সব সময় সেখানে প্রচুর গরম। এ অবস্থায় বসবাস অনুপযোগী।
খোঁজ নিয়ে জানা গেছে, মন্নুজান হলের চারটি গণরুমে দুই শতাধিক, তাপসী রাবেয়া হলের দুটি গণরুমে ২৮০ জন, খালেদা জিয়া হলের দুটিতে প্রায় ২০০ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের একটিতে ২১০, বেগম রোকেয়া হলের পাঁচটিতে প্রায় ২৫০ ও রহমতুন্নেছা হলের কয়েকটি গণরুমে প্রায় ২৫০ জন ছাত্রী থাকেন।
ছাত্রী হলের প্রাধ্যক্ষরা বলছেন, দেশের বিভিন্ন প্রান্তের দরিদ্র পরিবার থেকে আসা অনেক ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। যাদের হলে না থাকলে পড়ালেখা বন্ধ হয়ে যাবে। ফলে হাজার কষ্ট হলেও তারা গণরুমে থাকতে চায়। একটি গণরুমে ১৫০ শিক্ষার্থীর ধারণক্ষমতা থাকলেও ২৫০ জনের মতো শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়। ফলে সমস্যা তৈরি হয়। হলে রুমের সংখ্যা বাড়াতে পারলে কিছুটা কষ্ট কমবে।
খালেদা জিয়া হলের গণরুমে থাকা দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, বাইরে থেকে প্রথমবার কেউ গণরুমগুলোকে আসলে বস্তির সঙ্গে তুলনা করেন। শিক্ষার্থীদের তুলনায় বাথরুমের সংখ্যা খুবই অপ্রতুল। চারটি গণরুমের দুই শতাধিক শিক্ষার্থীর জন্য বাথরুম মাত্র আটটি, তার মধ্যে দুটি বাথরুমের দরজা আটকানো যায় না।
মন্নুজান হলের গণরুমে থাকা তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, গণরুমের পরিবেশ একদমই অস্বাস্থ্যকর। আমাদের পর্যাপ্ত ওয়াশরুম নেই। হলে নেই ওয়াইফাই সুবিধা। মাঝেমধ্যেই বৈদ্যুতিক শর্টসার্কিট হয়, ট্রান্সমিটার বøাস্ট হয়। সবসময়ই ঝুঁকিতে থাকি। এছাড়া রান্নার কোনো পরিবেশ নেই বললেই চলে।
জানতে চাইলে মন্নুজান হলের প্রাধ্যক্ষ আশিয়ারা খাতুন বলেন, আমরা সার্বিকভাবে মনিটরিং করে ছাত্রীদের সমস্যা খতিয়ে দেখছি। ওয়াইফাইয়ের ব্যবস্থা করছি। উপাচার্য স্যারের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা ধীরে ধীরে সমস্যাগুলো নিরসনে কাজ শুরু করেছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, আমরা একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। সমস্যাগুলো প্রশাসন অবগত। হল প্রাধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। হলে ওয়াইফাই সুবিধা থেকে শুরু করে বাথরুমের সংখ্যা বাড়ানো হবে। ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ে একটি হল নির্মাণাধীন। সেখানে সিট সংখ্যা এক হাজার। ফলে কিছুটা সংকট কাটিয়ে নতুন করে জায়গা দেওয়ার সুযোগ হবে।

সব খবর