ঢাকা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৬:৫৯
বাংলা বাংলা English English

শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার


রাজশাহীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন রায়পাড়া কবরস্থানের পাশে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হত্যাকান্ডের শিকার শ্রী রানী (৫০) এলাকার মৃত অজয়ের স্ত্রী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকান্ডের শিকার রানী স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।
প্রতিবেশীরা জানান, রানীর সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল না। সকাল ৭টায় কয়েকজন প্রতিবেশীরা তার বাড়িতে দেখা করতে গেলে রানীকে গলাকাটা অবস্থায় নিজ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

সব খবর