ঢাকা, সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:১০
বাংলা বাংলা English English

সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ


পিরোজপুরের কাউখালীতে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ। কাউখালী উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়নের ব্যবস্থাপনায় ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় সদর ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সদর ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সজল মোল্লা নিজ হাতে অসহায় ব্যক্তিদের চাল বিতরণ করেন। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, ইউপি সদস্য আজম আলী, সাইদুর রহমান, রুবেল রিয়াজী প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব অসহায় পরিবার সমস্যার ভিতরে আছে তাদের আমরা চিহ্নিত করে চাল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি। উপজেলার প্রতিটি ইউনিয়নে সরেজমিনে খোঁজখবর নিচ্ছি।

সব খবর