হাজারো অভিযোগে অভিযুক্ত ফায়ার সার্ভিস ইন্সপেক্টর রেজায় রাব্বির পক্ষে অবস্থান নিয়ে আবারো প্রমান করলেন মামুন মাহমুদ একজন ক্রিমিনাল,, ঘুষখোর দালাল। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান মামুন মাহমুদের চাকরি আছে আর মাত্র দুই মাস তিনি ফায়ার সার্ভিস থেকে বিদায় নিলে ১৫০০০ সদস্য মিলাদ পড়ে দোয়া করবে,, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। একমাত্র মামুন মাহমুদের কারণেই ফায়ার সার্ভিসের আজকে এই দুরবস্থা। রেজার রাব্বিদের কে তৈরি করেছেন এই মামুন মাহমুদ। হজ করে এসে সাধু সাজার চেষ্টা করছেন কিন্তু মানুষ তো বোকা নয়। ফায়ার সার্ভিসের প্রতিটি সেক্টরে মামুন মাহমুদ দুষ্ট লোক লাগিয়ে রেখেছেন। এবং যেখানে রেজায়ে রাব্বি ফায়ার ব্রিগেডের বিপক্ষে অবস্থান নিয়ে মাননীয় মহাপরিচালক মহোদয় এবং ফায়ার সার্ভিসের বিপক্ষে সংবাদ সম্মেলন করেছেন যাহা ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথম। অথচ টাকার বিনিময় মামুন মাহমুদ বিষয়টি রফা দফা করার চেষ্টা করছেন। যারা তদন্ত করছেন তাদেরকে প্রেশার দিচ্ছেন,, প্রশাসন শাখা কে প্রেশার দিচ্ছেন যাতে রেজায়ে রাব্বির পক্ষে রিপোর্ট প্রদান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান ইন্সপেক্টর রেজায় রাব্বি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিজের ইচ্ছামত বিভিন্ন জায়গায় বদলি হতেন। বদলি না হলে সুপারিশ আসতো এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী,, স্বরাষ্ট্র সচিব সহ ঊর্ধ্বতন বিভিন্ন দপ্তর হইতে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই কিন্তু তার প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। এমনই একজন প্রেতাত্মা মামুন মাহমুদ যিনি ক্ষমতার দাপট দেখিয়ে ফায়ার সার্ভিসকে জিম্মি করে রেখেছেন। ফায়ার সার্ভিস চায় এই জিম্মিদশা থেকে মুক্ত হতে। ওবাদুল কাদেরের বিশ্বস্ত সহচর এই মামুন মাহমুদ।একটি নির্ভরযোগ্য সূত্র জানা যায় যে ওবায়দুল কাদের কোথায় আছেন কিভাবে আছেন এসব ব্যাপারেও অবগত আছেন মামুন মাহমুদ। রেজায়ে রাব্বি ১৪ লক্ষ টাকা ব্যাংক লোন নিয়ে মামুন মাহমুদকে দিয়েছেন। মামুন মাহমুদ তদন্তের জন্য সহকারী পরিচালক কুমিল্লাকে দেওয়ার জন্য সুপারিশ করেন। ফায়ার সার্ভিসের সকলে অবগত