ঢাকা, রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:১৪
বাংলা বাংলা English English

রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদী রেলস্টেশনের পাশে একটি কালভার্টের নিচ থেকে মরদেহ উদ্ধার


নরসিংদী রেলস্টেশন: নরসিংদীতে রতন মিয়া (৩৫) নামে এক ব্যটারিচালিত ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী রেলস্টেশনের পাশে একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রতন মিয়া (৩৫) পৌর শহরের বানিয়াছল এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

তিনি নরসিংদী রেলস্টেশন-সংলগ্ন খালপাড় এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা কালভার্টের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শহীদুল্লাহ্ বলেন, রতনের পরনে জিন্স প্যান্ট এবং টিশার্ট ছিল। মাথার এক অংশে ঘিলু বেরিয়ে গেছে। এ ছাড়া তার ডান পা ভাঙা। আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ট্রেনে কাটা পড়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

সব খবর