ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:৫৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে গাঁটছড়া বাঁধলেন অদিতি-সিদ্ধার্থ


অবশেষে গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর সাত পাকে বাঁধা পড়লেন তারা। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন এই নবদম্পতি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সূত্র অনুযায়ী, ভারতের ওয়ানাপার্থির ৪০০ বছরের পুরোনো একটি মন্দিরে বিয়ে সেরেছেন অদিতি-সিদ্ধার্থ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে খুব ছোট আয়াজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু বিয়ের ছবি শেয়ার করেছেন অদিতি। ওই ছবিগুলোতে দেখা যায়, সোনালি রংয়ের শাড়িতে বউ সেজেছেন অদিতি। অন্যদিকে, অফ হোয়াইট রংয়ের ধুতি-পাঞ্জাবি পরেছেন সিদ্ধার্থ।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, তুমি আমার চন্দ্র-সূর্য, তুমি আমার সমস্ত তারা। অনন্তকালের আত্মার সঙ্গী হওয়ার জন্য, হাসির জন্য ভালোবাসা চিরন্তন, আলো এবং জাদু। মিসেস অ্যান্ড মিস্টার আদু-সিধু।

বিয়ের ছবি প্রকাশ করার পর থেকে সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন অদিতি-সিদ্ধার্থ।। অনন্যা পান্ডে লেখেন, ‘দারুণ। অভিনন্দন!’ অভিনেত্রী হংসিকা লেখেন, ‘অভিনন্দন।’ অন্যদিকে দুলকার সালমান লেখেন, ‘অভিনন্দন অদিতি-সিধ। গর্জিয়াস কাপল। ভালোবাসা।’এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অদিতির কমেন্টবক্সে।

এর আগে, ভোগ ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে অদিতি বলেছিলেন, ‘আমাদের বিয়েটা ওয়ানাপার্থির ৪০০ বছরের পুরোনো একটি মন্দিরে হবে, এটি আমার পরিবারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।’

২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন তারা। এরপরই এই জুটিকে নিয়ে প্রেমের জল্পনা শুরু হয় সিনেমাপাড়ায়।

তবে ২০২২ সালের ২৮ অক্টোবর ইনস্টাগ্রামে পোস্ট করা সিদ্ধার্থের একটি ছবিই যেন উসকে দেয় তাদের প্রেমের গুঞ্জন। এদিন ছিল অদিতির জন্মদিন। তাই অদিতির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে সিদ্ধার্থ লেখেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রানী। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের মাধ্যমে প্রেমের সম্পর্কের গুঞ্জনে সীলমোহর দেন সিদ্ধার্থ।

সব খবর