ঢাকা, শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:০২
বাংলা বাংলা English English

শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতারক একেএম বেলাল উদ্দিনের হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী


সাংবাদিক পরিচয় দিয়ে চকরিয়া উপজেলায় দাবিয়ে বেড়াচ্ছে একেএম বেলাল উদ্দিন নামের এক ব্যক্তি। তিনি চকরিয়া পৌরসভা ২ নং ওয়ার্ডের মৃত ফেরদৌস আহমেদের পুত্র। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানার এফআইআর নং – ৮/০৮, তারিখ ০৪ জানুয়ারি ২০১৮ ইং, যার ধারা ৪০৬/৪২০/৪৪৮/৩২৩/৩৮২/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড, কক্সবাজার এর চকরিয়া থানার এফআইআর নং – ২৭, তারিখ ১৬ আগস্ট ২৩ ইং জি.আর নং ৩৯৮, ধারা The Special Power Act 1974. জিআর মামলা( চকরিয়া থানা) নং -২৮, তারিখ ১৬ আগস্ট ২০২৩ইং, জি.আর নং ৩৯৯, ধারা-১৪৩/১৮৬/ ৩৩২/৩৩৩/৩৫৩/ ৪২৭ পেনাল কোড উল্লেখিত মামলাসহ আরও একাধিক অপরাধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে।
১৫ অক্টোবর ২৩ ইং তারিখে বিকেল ৩ টায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরীর নিজ বাস ভবনে রামপুর সমবায় কৃষি এবং উপনিবেশ সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলনে দৈনিক স্বাধীন সংবাদের চকরিয়া প্রতিনিধি মাস্টার আরাফাত হোছাইন সংবাদ সংগ্রহ করতে গেলে বেলাল উদ্দিন উদ্দেশ্য প্রনোদিত হয়ে অকট্য ভাষায় গালিগালাজ করেন।
তিনি বলেন, সাংবাদিক সম্মেলনে আমাকে না ডেকে চলে আসছ কেনো? মোবাইল করে ডাকো নাই কেন? আমি তখন বেলাল উদ্দিনকে বলি আমি কেন আপনাকে ডাকবো ? সংবাদ সম্মেলনে যে সাংবাদিককে দাওয়াত দেওয়া হয় সে আসবে এটি নিয়ম।
বেলাল ক্ষিপ্ত হয়ে দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি আরাফাত হোছাইনকে বলেন, তুর মতো বালের সাংবাদিক আমি ১ হাজার বানাইছি, আমি মুতে দিলে তুর মতো এক হাজার সাংবাদিক বের হয়। এভাবে গালিগালাজ করতে থাকলে উক্ত স্থান ত্যাগ করে চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতিকে বিষয়টি অবগত করি। ঘটনার প্রায় ৪ ঘন্টা পার হওয়ার পরও ক্লাবের নেতারা কোন পদক্ষেপ না নিলে ক্ষোভ প্রকাশ করার জন্য ফেইসবুকে একটি স্ট্যাটাস দিই।
এবিষয়কে কেন্দ্র করে চকরিয়া গুটিকয়েক কথিত চাঁদাবাজ সাংবাদিকের উস্কানিতে আইসিটি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরও তিনি আরও বেপরোয়া হয়ে গেছে।
প্রতারক বেলাল উদ্দিনের চাঁদাবাজি ও সাধারণ জনগণকে নিউজের ভয় দেখিয়ে টাকা আদায় করে। তিনি সাংবাদিকদের বড় নেতা পরিচয় দেওয়ার জন্য এলাকার ইয়াবা ব্যবসায়ী, টুকাইদের পত্রিকার সাংবাদিক বানিয়ে তাদের দিয়ে উপজেলায় প্রতিটি অফিসে চাঁদাবাজি করতে মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে দেন। তাদের মাধ্যমে হয়রানিমূলক ফেসবুকে পোস্ট দিয়ে নিউজ করার ভয় দেখিয়ে টাকা আদায় করে। এভাবে তিনি সংবাদ জগতের পরিবেশটা ধ্বংস করে দিচ্ছে। তারা স্থানীয় লোক হওয়ায় কেউ প্রতিবাদ ও মুখ খুলে কথা বলার সাহস পায় না। এধরণের কর্মকান্ডে জড়িত থেকে জনসাধারণকে হয়রানি করতেছে।
এদিকে দৈনিক স্বাধীন সংবাদের চকরিয়া প্রতিনিধি মাস্টার আরাফাত হোছাইন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসন, শিক্ষিত যুবসমাজ, সচেতন মহলের সহযোগিতা চেয়েছেন

সব খবর