ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১২:৫৭
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বৈঠকে বসছে মেডিকেল বোর্ড


হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড রোববার রাতে বৈঠকে বসছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে চিকিৎসাধীন আছেন। আজ রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসার কথা রয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো তিনি ফিটনেস আছে কি না, তা পর্যালোচনা করা হবে মেডিকেল বোর্ডের সভায়। একইসঙ্গে তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়ার বিষয়টিও আলোচনা হতে পারে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাতে বাসা থেকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে দেড় মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট বাসায় আনা হয় খালেদা জিয়াকে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত ২৩ জুন তার সফল অস্ত্রোপচার হয়।

সব খবর