দেশের সব সরকারি হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি সংযোজনসহ অচল যন্ত্রপাতি সচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান (রবিন) এ রিট দায়ের করেন।
রিট আবেদনে মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মানুষের সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতি অন্তর্ভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালের সকল অচল যন্ত্রপাতি মেরামত করে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
এদিকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটিতে পদ পাওয়া নিয়ে কিছুই জানিনা বলে মন্তব্য করেছেন, অ্যার্টনি জেনারেল এ এম আমিন উদ্দিন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর বেশি তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি রাষ্ট্রের এই সর্বোচ্চ কর্মকর্তা।