রাজধানীর মান্ডায় ছুরিকাঘাতে একজনের নিহতের ঘটনায় মুগদা থানায় অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করা হয়েছে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় সন্দেহভাজন ৩ জন আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুগদার মান্ডা এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে হাসান নামে এক কিশোর নিহত হয়। এ ঘটনায় অভিযুক্ত বেলালকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানান, কয়েক মাস আগে পাশের এলাকার বেলালের সাথে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে জড়ায় হাসান। আজ শুক্রবার অভিযুক্ত বেলাল সহ আরো কয়েকজন মিলে হাসানের বাড়ির পাশে গেলে তাদের মধ্যে আবার দ্বন্দ্ব হয়। তখন বেলাল হাসানকে ধারালো ছুরি দিয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে।
পরে তারাই হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত বেলালকে আটক করেছে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত হাসান একটি ছাপাখানায় কাজ করতো।
গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।