বরিশালের বাবুগঞ্জে অ্যাম্বুলেন্সের সঙ্গে চরমোনাই মাহফিলগামী যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতক নিহত হয়েছে। এ সময় আরো ৮ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বাস ও অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং নিহত নবজাতকের মায়ের অবস্থা গুরুতর। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পূর্ব প্রান্তের ঢালে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরীর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে যার নং-ঢাকা মেট্রো (৭১-৩৯৩৯) করে ২ দিনের এক নবজাতক শিশু নিয়ে তার স্বজনরা গৌরনদীর দিকে যাচ্ছিলেন। পথে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর পূর্ব প্রান্তের ঢালে ঢাকা-বরিশাল মহাসড়কে বিপরীত দিক থেকে আসা চরমোনাই মাহফিল গামী অনিক পরিবহন নামে একটি বাস যা নং ঢাকা মেট্রে ব-০২০৫২৯ প্রায় ৫০ জন মুসুল্লিভর্তি একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংর্ঘষে এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেলে নবজাতক শিশু ঘটনাস্থলে মারা যায়।
এম্বুলেন্সে থাকা নবজাতকের মা সহ আরো ৪ জন, বাসের ড্রাইভার সহ আরো ২ যাত্রী আহত হয়েছে। এ সময় মহাসড়কের দুই দিকে শতাধিক যানবাহন আটকে প্রায় ৩০ মিনিট যানচলাচল বন্ধ থাকে দুর্ভোগের শিকার হয় যাত্রীরা। এতে তীব্র যানজট সৃস্টি হয়। তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানার ওসি জাহিদ বিন আলম এবং ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।