মো. সুজন মোল্লা,বানারীপাড়া,থেকে।।বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের উত্তর লবনসাড়া গ্রামে রহস্য জনক আগুনে বসত ও গোয়াল ঘর সম্পূর্ণ ভাবে পুড়ে ছাঁই হয়ে গেছে। জানা গেছে উত্তর লবনসাড়া গ্রামের আব্দুর রহমান মল্লিকের বসত ও গোয়াল ঘরে ৩১ মার্চ রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় আগুন লেগে সম্পূর্ণ ভাবে পুড়ে ছাঁই হয়ে যায়। এতে গোয়াল ঘরে থাকা দুটি গরু পুড়ে গেছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে যে ঘরে আগুন লেগেছে ওই ঘরের সদস্যরা ওইদিন কেউই বাড়িতে ছিলেন না। তারা সবাই বেড়াতে গিয়েছিলেন। তবে কিভাবে আগুন
লেগেছে তা জানা যায়নি।