মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ গত এক মাসে প্রায় অর্ধেকে নেমে এসেছে। ইতোমধ্যে অনেক দেশেই করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। তবে টিকা নিলেও কবে নাগাদ করোনা ভাইরাস যাবে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রোববার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রোগ নিয়ন্ত্রক পরিষদ এমনই আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, বরং অনির্দিষ্টকাল পর্যন্ত পৃথিবীর বুকে রাজত্ব করতে পারে এই মহামারি।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)-এর প্রধান অ্যান্ড্রিয়া অ্যামন জানিয়েছেন, ভ্যাকসিন এসে গেছে বলে হালকাভাবে দেখা যাবে না করোনাকে। এটা স্পষ্ট হয়েছে, ভাইরাসটি খুব সহজে নিজেদের মধ্যে বদল ঘটাতে পারে।
তিনি আরও বলেন, সময়ের ব্যবধানে ভ্যাকসিনেও সেই মতো বদল ঘটাতে হবে। যেমন ফ্লু-র ক্ষেত্রে করা হয়। এই সব থেকে একটা বিষয় স্পষ্ট, ভাইরাসটি পৃথিবী থেকে এত সহজে নিশ্চিহ্ন হওয়ার নয়।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯০ লাখ ৯ হাজার ৪৯ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ৪ হাজার ১১৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ১২ হাজার ৬৬৫ জন।